শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দক্ষিণবঙ্গ জুড়ে শুরু নবান্ন উৎসব, সর্বমঙ্গলা মন্দিরে সাদা ভাতের সঙ্গে দেবীর ভোগে একাধিক পদ

Pallabi Ghosh | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আলুভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আখ ভাজা, বাসন্তী পোলাও, ধবধবে সাদা চালের ভাত, মুগের ডাল, দু রকমের তরকারি, চাটনি, পায়েস। সবই নতুন ধান আর বাজারে ওঠা নতুন সবজি দিয়ে তৈরি। এটা কোনও নিরামিষ পাইস হোটেলের মেনু নয়। এটা বর্ধমানের জনপ্রিয় মন্দির সর্বমঙ্গলা দেবীর নবান্নের ভোগ। আজ, রবিবার দেবীকে নতুন চালের এই ভোগ দেওয়া হবে। তার সাথে রয়েছে গুড়, চাল, মিষ্টি আর ফল দিয়ে তৈরি নবান্নের প্রসাদ। 

আজ মায়ের এই ভোগ থাকবে আমজনতার জন্যও।কাউন্সিলর স্বীকৃতি হাজরা নিজেই প্রসাদ বিতরণ করছেন। এসেছেন পুরপতি সহ ভিআইপিরাও। কার্তিকের এই নবান্নের দেশে হিমের পরশ গায়ে মেখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নবান্ন উৎসব শুরু হয়েছে। দেশের শস্যগোলা বর্ধমান চিরদিন কৃষিপ্রধান। নবান্ন তাই এখানে দুর্গাপজোর মতই বড় উৎসব। আমজনতার উৎসব।  সর্বমঙ্গলা বাড়ির নবান্নের দিনই অনেক গ্রামে নবান্ন শুরু হয়। গ্রামের মানুষ, শহরবাসী রবিবার প্রসাদ খেয়ে নতুন ধানে হাত দেন। বাইরে থেকেও অনেকেই মন্দিরে আসেন বেড়াতে বা দেবীদর্শনে। এদিন হাজার হাজার মানুষের ভিড়ে গমগম করছে মন্দির। 
 
প্রায় ১২০০-র বেশি ভোগ বিলি হবে। সবটাই মালসায়। বসে খাওয়ার ব্যবস্থা নেই। মালসাভোগের দক্ষিণা সামান্যই। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে আছেন স্কাউট আর পুলিশের কর্মীরা। মন্দির কমিটির পক্ষে সঞ্জয় ঘোষ জানান, প্রতিবছরই স্বেচ্ছাসেবীরা মায়ের মন্দিরে ভক্তদের পরিষেবা দেন। এবারেও এসেছেন। ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের আলাদা আকর্ষণ রয়েছে। তিনি জানান, ফর্ম পাল্টালেও নবান্নের গৌরব একেবারে অস্তমিত হয়নি।

যাঁরা মন্দিরে সকাল থেকে এসেছেন, সেই ভক্তরা জানান, 'এখানে এসে মন ভাল হয়ে যায়। বাইরে থেকে আসায়, এটা নতুন অভিজ্ঞতা।' এই মন্দির ঘিরে অনেক কাহিনিও শোনা যায়। রাজা তেজচন্দ্রের আমলে মন্দিরটির পত্তন হয়। স্বয়ং রামকৃষ্ণ এই মন্দিরে এসেছেন বলে কথিত আছে। লোক শ্রুতি, প্রায় সাড়ে ৩০০ বছর আগে বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি শিলামূর্তি পেয়েছিলেন। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুক–গুগলি থেঁতো করতেন তাঁরা। শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুণ ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হয় । তবে আশ্চর্যজনকভাবে সেই সময় শিলামূর্তিটির কোনও ক্ষতি হয়নি।

রাতেই স্বপ্নাদেশ পান তৎকালীন রাজা সঙ্গম রায়। এরপর শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন তিনি। পরবর্তীতে ১৭০২ সালে টেরাকোটার নিপুণ কারুকার্য করে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব।


bardhamanwestbengal

নানান খবর

নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন 

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

সোশ্যাল মিডিয়া